Tuesday, 24 December 2024

   08:15:23 PM

logo
logo
সম্মানসূচক ক্যাপ পেলেন সাকিব

3 years ago

আরএমপি নিউজঃ ২০২০ সালের শেষে ঘোষণা করা হয়েছিল আইসিসির দশকসেরা ওয়ানডে দল। সেই দলের অন্যতম সদস্য সাকিব আল হাসান। টেস্ট ও টি–টোয়েন্টির দশক–সেরা দলে জায়গা না পেলেও ওয়ানডে দলে তার না থাকার কোনো কারণ ছিল না। একাদশে থাকা সব ক্রিকেটারদের সম্মানসূচক টুপি উপহার দিয়েছে আইসিসি।

রবিবার (১৭ জানুয়ারি) নিজের ফেসবুক পেজে আইসিসির দশক-সেরা ওয়ানডে দলের স্মারক ক্যাপটি মাথায় পরে ছবি দিয়ে সাকিব লিখেন, ‘অবশেষে ক্যাপটি পেলাম।’

গত ডিসেম্বরে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আলাদা আলাদাভাবে তিনটি দশক সেরা একাদশ নির্বাচন করে। ছেলে ও মেয়েদের দল মিলিয়ে ৫৫ জনের মধ্যে সাকিবই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। এই দলে কোনো পাকিস্তানি ক্রিকেটারের জায়গা হয়নি। ওয়ানডে দলে সর্বোচ্চ তিনজন খেলোয়াড় ভারতের। দুজন করে আছেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে। বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে জায়গা পেয়েছেন একজন করে।

আইসিসির দশকসেরা ওয়ানডে একাদশঃ
রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) এবং লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।