Tuesday, 24 December 2024

   06:49:08 PM

logo
logo
বার্সেলোনার জার্সিতে মেসির ৬৫০তম গোল!

3 years ago

দুর্দান্ত এক ফ্রিকিকে বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের ৬৫০তম গোলের মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি।

তার এই মাইলফলকের রাতে রবিবার ন্যু ক্যাম্পে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে লা লিগার ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সা।

দিনের অন্য ম্যাচে লুইস সুয়ারেজের জোড়া গোলে কাদিজকে উড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষে ১০ পয়েন্টের লিড নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

পাঁচ জনের দেওয়াল ও দেওয়ালের নিচে শুয়ে থাকা একজন বিলবাও ফুটবলারও ঠেকাতে পারেননি ম্যাচের ২০তম মিনিটে নেওয়া মেসির ফ্রিকিক। দুর্দান্ত এক বাঁকানো শটে জাল খুঁজে নেয় মেসির ফ্রিকিক।

অধিনায়কের ৬৫০তম ক্লাব গোলের পর বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি বার্সা। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই বিলবাওয়ের একটি ক্রস নিজেদের জালে জড়িয়ে বসেন বার্সেলোনা ফুলব্যাক জর্ডি আলবা। ৭৪ মিনিটে অস্কার মিনগিয়েজার পাস থেকে দলের জন্য জয়সূচক গোলটি করেন আতোঁয়ান গ্রিজমান। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সা।