Wednesday, 15 January 2025

   07:32:27 PM

logo
logo
‘সারেং ছাড়া জাহাজ চলে’ বই লিখলেন পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ

3 years ago

আরএমপি নিউজঃ ‘সারেং ছাড়া জাহাজ চলে’ বই লিখলেন পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ। এ বইটি মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে।

দেওয়ান লালন আহমেদ বর্তমানে খুলনা অঞ্চলের ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। গীতিকার দেওয়ান লালন একজন মুক্তিযোদ্ধার সন্তান।

এ গুণী লেখকের উপন্যাস বেদনার বিবর্ণ বাকলসহ সর্বমোট ৭ টি বই প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য তিনি ২০১৯ সালে প্রকাশিত পাসওয়ার্ড গানটির জন্য  চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ডসে আধুনিক গান ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গীতিকার হিসেবে নির্বাচিত হন।