Tuesday, 24 December 2024

   05:30:00 AM

logo
logo
দারুণ জয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা

3 years ago

দারুণ জয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা এনেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল ১৩ ফেব্রুয়ারি, শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচটি প্রোটিয়ারা জিতেছে ৬ উইকেটে। ফলে তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৪৪ রান তুলে স্বাগতিক পাকিস্তান। তাদের হয়ে দারুণ ব্যাটিং করেন কিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান (৫১) ও ফাহিম আশরাফ (৩০)। প্রোটিয়াদের হয়ে ডোয়াইন প্রিটোরিয়াস মাত্র ১৭ রানে নেন ৫ উইকেট।

১৪৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ২২ বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতে যায় সফরকারীরা। তাদের হয়ে রীজা হেনড্রিক্স ৪২, পিট ভ্যান বিলজন ৪২ ও ডেভিড মিলার ২৫* রান করেন। পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি ১৮ রানে দুই উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

পাকিস্তান : ২০ ওভারে ১৪৪/৭ (রিজওয়ান ৫১, ফাহিম ৩০; প্রিটোরিয়াস ১৭/৫)

দক্ষিণ আফ্রিকা : ১৬.২ ওভারে ১৪৫/৪ (হেনড্রিক্স ৪২, বিলজন ৪২, মিলার ২৫*, শাহিন ১৮/২)

দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।

ম্যান অব দ্যা ম্যাচ : ডোয়াইন প্রিটোরিয়াস