Sunday, 02 February 2025

   11:48:48 AM

logo
logo
পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন এর সাথে তিন মাসেরও কম সময়ে যুক্ত হয়েছেন এক লক্ষ সাইবার ব্যবহারকারী!

3 years ago

নারীর জন্য নিরাপদ সাইবার স্পেস বিনির্মানের অঙ্গীকার নিয়ে ১৬ই নভেম্বর, ২০২০ তারিখে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায় যাত্রা শুরু হয় পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন এর। আমাদের ফেসবুক পেইজ, হটলাইন নম্বর এবং ই-মেইলে সেবাপ্রত্যাশীদের ব্যাপক সাড়া আমাদের কার্যক্রমকে অর্থবহ করে তোলে। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকে সাইবার স্পেসে হয়রানীর শিকার নারীদের প্রয়োজনীয় আইনী ও প্রযুক্তিগত সহায়তা এবং সাইবার নিরাপত্তায় সচেতনতা তৈরি। এই মুহুর্তে আমাদের সাথে যুক্ত থাকা এক লক্ষ সাইবার স্পেস ব্যবহারকারীদের ৬৮.৫ শতাংশই নারী।
সম্মানিত সেবাপ্রত্যাশী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক কৃতজ্ঞতা আমাদের সাথে থাকার জন্য।
প্রয়োজনে যোগাযোগ করুনঃ
ইমেইলঃ cybersupport.women@police.gov.bd
হটলাইনঃ 01320000888