Tuesday, 24 December 2024

   05:25:03 AM

logo
logo
অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে জোকোভিচ

3 years ago

আরএমপি নিউজঃ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। আসরের আটবারের চ্যাম্পিয়ন কোয়ার্টার ফাইনালে জিতেছেন ৬-৭ (৬-৮), ৬-৪, ৬-২ ও ৭-৬ সেটে।

মেলবোর্নে ষষ্ঠ বাছাই জার্মান তারকা জাভরেভের বিপক্ষে পুরো লড়াইয়ে মানসিক ও শারীরিকভাবে খুবই প্রাণোচ্ছল দেখা গেছে শীর্ষ বাছাই জোকোভিচকে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকা শেষ চারে মুখোমুখি হবেন আসলান কারাতসভের। চোটে পড়া গ্রিগর দিমিত্রভকে ৪ সেটে হারিয়েছেন এই রাশিয়ান বাছাই।

গ্র্যান্ড স্ল্যামের উন্মুক্ত যুগে পুরুষ এককে অভিষেকেই সেমিফাইনাল ওঠে ইতিহাস গড়েছেন র‌্যাংকিংয়ে ১১৪তম স্থানে কারাতসেভ।