Tuesday, 24 December 2024

   05:53:48 AM

logo
logo
পোর্তোর কাছে ২-১ গোলে হারলো জুভেন্টাস

3 years ago

আরএমপি নিউজঃ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার রাতে পর্তুগিজ ক্লাব পোর্তোর কাছে ২-১ গোলের হারলো জুভেন্টাস।

প্রথমার্ধে ম্যাচ শুরুর মাত্র ৬৩তম সেকেন্ডেই রদ্রিগো বেন্তানকুরের অবিশ্বাস্য ভুলে প্রতিপক্ষের জাল খুঁজে নেন পোর্তোর মেহেদী তেরেমি। 

এরপর দ্বিতীয়ার্ধে বিরতি থেকে ফেরার মাত্র ১৯ সেকেন্ডের মধ্যে মানাফা জাঙ্কোর পাস থেকে পোর্তোর ব্যবধানটা দ্বিগুণ করেন মোসা মারেগা।

গোল শোধের জন্য মরিয়া হলেও কোনোভাবে পর্তুগিজ চ্যাম্পিয়নদের রক্ষণদেয়ালে ফাটল ধরাতে পারছিল না জুভেন্টাসের খেলোয়াড়রা। তাদের সেই সুযোগ আসে ৮২তম মিনিটে। বাঁ দিক থেকে রাবিওর ক্রস ডি-বক্সে ডান দিকে ফাঁকা পেয়ে জোরালো শটে ব্যবধান কমান ফেদেরিকো চিয়েসা। তবে ম্যাচের বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি তারা। ফলে ২-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয় আন্দ্রে পিরলোর দলকে।  

শেষ ষোলোয় দু’দলের দ্বিতীয় লেগ হবে ৯ মার্চ, জুভেন্টাস স্টেডিয়ামে।