Tuesday, 02 March 2021

   05:04:43 PM

logo
logo
রাজশাহী মেট্রোতে মোট আটক ৫১ ও মাদকদ্রব্য উদ্ধার

1 week ago

আরএমপি নিউজঃ গত ২৪ ঘন্টায় (১৯/০২/২০২১ খ্রিঃ ০০.০০ ঘটিকা হতে ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৫১ জনকে আটক করা হয়েছে। রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-০৭ জন, রাজপাড়া থানা-০২ জন, চন্দ্রিমা থানা-০৯ জন, মতিহার থানা-০৬ জন, কাটাখালী থানা-০৩ জন, বেলপুকুর থানা-০১ জন, শাহমখদুম থানা-০১ জন, পবা থানা-০১ জন, কাশিয়াডাঙ্গা থানা-০৮ জন, কর্ণহার থানা-০১ জন, দামকুড়া থানা-০৪ জন ও ডিবি পুলিশ-০৮ জনকে আটক করে। যার মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ (১) শ্রী সুমন চন্দ্র ধর (৪০)কে ০৫ গ্রাম হেরোইনসহ আটক করে, (২) মোঃ টুটুল আলী (২৬), (৩) শ্রী প্রশান্ত কুমার দাস (২৭)দ্বয়কে ০১ লিটার বিদেশী মদসহ আটক করে। রাজপাড়া থানা পুলিশ (১) মোঃ হাসমত আলী (৩২)কে ৪.৫ গ্রাম হেরোইনসহ আটক করে। মতিহার থানা পুলিশ (১) মোঃ ফকির আলী (৪২)কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে, (২) মোঃ চয়ন আলী (৪০), (৩) মোঃ হায়দার আলী (৩৮)দ্বয়কে ১৩ গ্রাম হেরোইনসহ আটক করে, (৪) মোঃ আবুল কালাম (৩৮)কে ২১ গ্রাম হেরোইনসহ আটক করে। কাটাখালী থানা পুলিশ (১) মোঃ বিজয় (২১)কে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। বেলপুকুর থানা পুলিশ (১) মোঃ তৌহিদুল ইসলাম (৩৬)কে ০৫ গ্রাম হেরোইনসহ আটক করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ (১) মোঃ মোমিন (২০), (২) মোঃ রায়হানুল ইসলাম (২০)দ্বয়কে ১২০ গ্রাম গাঁজাসহ আটক করে ও কর্ণহার থানা পুলিশ (১) মোঃ সুমন (৩৫)কে ০২ গ্রাম হেরোইনসহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।