Tuesday, 24 December 2024

   06:04:15 AM

logo
logo
মোনাকোর কাছে হারল পিএসজি

3 years ago

আরএমপি নিউজ: লিগ ওয়ানের ম্যাচে রোববার রাতে নিজেদের ঘরের মাঠে মোনাকোর কাছে ০-২ গোলে হেরেছে পিএসজি। ম্যাচটি জিতলে শীর্ষস্থানে থাকা লিলের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে আসত পিএসজির। এখন উল্টো ৪ পয়েন্টে পিছিয়ে গেল তারা। মোনাকোর বিপক্ষে প্রথম দেখায় ২-৩ গোলে হেরেছিল দলটি।

ম্যাচের শুরুতেই লিড নিয়ে নেয় মোনাকো। ম্যাচের মাত্র ৬ মিনিটের সময় প্রথম গোলটি করেন সোফিয়ান দিয়োপ। প্রথমে কাইও হেনরিকের ক্রস হেড করেন রুবেন আগুইলার, সেটি গিয়ে পড়ে দিয়োপের মাথায়, গোলের খুব কাছ থেকে বাকি কাজ সারেন এ ২০ বছর বয়সী তরুণ।

কাকতালীয়ভাবে নিজেদের দ্বিতীয় গোলটি দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই করে পার্ক দি প্রিন্সে অতিথি হয়ে আসা দলটি। এবার গোলদাতা গুইলারমো মারিপান। ডি-বক্সের মধ্যে পিএসজির আলগা রক্ষণের সুযোগ নিয়ে খুব সহজেই ব্যবধান দ্বিগুণ করেন মারিপান। যা পরে ম্যাচ জেতার জন্য যথেষ্ঠ প্রমাণিত হয়।

এ পরাজয়ের পর ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই রয়ে গেল পিএসজি। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে চার নম্বরে মোনাকো। সবার ওপরে ২৬ ম্যাচে ৫৮ পয়েন্ট পাওয়া লিল, ৫৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অলিম্পিক লিওন।