Tuesday, 24 December 2024

   05:18:35 AM

logo
logo
কালিয়ারির নতুন কোচ লিওনার্দো সেমপ্লিসি

3 years ago

আরএমপি নিউজঃ মৌসুমে ১৬ লিগ ম্যাচের একটিতেও জয়ী হতে না পারায় প্রধান কোচের দায়িত্ব থেকে ইউসেবিও ডি ফ্রান্সেকোকে অব্যাহতি দিয়েছে সিরি-এ লিগের ক্লাব কালিয়ারি। তার পরিবর্তে দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন লিওনার্দো সেমপ্লিসি।

লিগে ধুকতে থাকা আরেক ক্লাব তুরিনোর কাছে শুক্রবার সর্বশেষ ঘরের মাঠে ১-০ গোলে পরাজর বরণ করতে বাধ্য হয় কালিয়ারি। এই পরাজয়ে ২৩ ম্যাচে মাত্র ১৫ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রয়েছেন ক্লাবটি। রেলিগেশন জোন থেকে মাত্র পাঁচ পয়েন্ট দুরে রয়েছে তারা।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, প্রধান কোচের সাথে সাথে ক্লাব সহকারী কোচ ফ্রান্সেসকো কালজেনা, স্টিফানো রোমানো ও গিয়ানকার্লো মারিনি, ফিটনেস কোচ নিকান্দ্রো ভিজোকো ও সাইকোলোজিস্ট গিয়ানমারিয়া পালুম্বোর সাথেও সম্পর্ক শেষ করতে যাচ্ছে। ক্লাবের প্রতি তাদের অবদান, অঙ্গীকার ও পেশাদারীত্বের জন্য ক্লাব ধন্যবাদ জানাচ্ছে।

২০২২ সালের জুন পর্যন্ত সেমপ্লিসির সাথে চুক্তি করেছে কালিয়ারি।