Thursday, 02 May 2024

   04:11:45 AM

logo
logo
পবা উপজেলা পরিষদের শূন্য চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে অস্ত্র বহনে আরএমপি’র নিষেধাজ্ঞা

3 years ago

আরএমপি নিউজঃ এতদ্বারা রাজশাহী মহানগরী এলাকার সর্ব সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮/০২/২০২১ খ্রিঃ তারিখে রাজশাহী মহানগরীর পবা উপজেলা পরিষদের শূন্য চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে রাজশাহী মহানগর (বোয়ালিয়া ও বেলপুকুর থানা ব্যতিত) এলাকার ৭৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক অধিশাখা-৪ স্মারক নং-স্বঃমঃনির্বাচন-২০(১)/২০০৮(রাজ-৪)-২৯  তারিখ-১১ ফেব্রুয়ারি,২০২১ অনুসরণে The Arms Act, 1878 এর ১৭(ক)(১) ধারা মোতাবেক সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনের ০২ (দুই) দিন পূর্বে অর্থাৎ ২৬/০২/২০২১খ্রিঃ হতে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের ০৫ (পাঁচ) দিন অর্থাৎ ৫/০৩/২০২১খ্রিঃ তারিখ পর্যন্ত রাজশাহী মহানগর এলাকায় (বোয়ালিয়া ও বেলপুকুর থানা ব্যতিত)  সকল ধরণের বৈধ অস্ত্রের লাইসেন্সধারীগণের অস্ত্রসহ চলাচল, অস্ত্র বহন বা প্রদর্শন নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    উল্লেখ্য যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কর্মীদের অস্ত্র এই নিষেধাজ্ঞার অর্ন্তভূক্ত হিসাবে বিবেচিত হবে না।