Sunday, 02 February 2025

   06:40:58 AM

logo
logo
UNAMID শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ৩ সদস্যের বি‌শেষ সনদ প্রাপ্তি

3 years ago

আরএমপি নিউজঃ UNAMID শান্তিরক্ষা মিশনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য বাংলাদেশ পুলিশের ৩ জন সদস্যকে বিশেষ স্বীকৃতি সনদ প্রদান করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি ২০২১ (বৃহস্পতিবার) স্থানীয় সময় বেলা ১১ টায় মিশনের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ডঃ সুলতান আজম তিমুরি এর অফিসে ব্যানএফপিইউ এর উক্ত পুলিশ অফিসারদের এই সার্টিফিকেট এওয়ার্ড প্রদান করা হয়।

বিশ্বের ৩৬টি পুলিশ কন্ট্রিবিউটিং কান্ট্রির সদস্যদের মধ্য থেকে ব্যানএফপিইউ কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিম “Officer of the Month” নির্বাচিত হন। উত্তর দারফুরে নানা মানবিক কাজ পরিচালনার ও আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখায় তাকে এই সার্টিফিকেট এওয়ার্ড প্রদান করা হয়। এছাড়াও “Certificate of Appreciation” ক্যাটাগরিতে এডমিন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী এবং “Certificate of Commendation” ক্যাটাগরিতে অপা‌রেশন্স অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়াকে সার্টিফিকেট এওয়ার্ড প্রদান করা হয়।