Monday, 23 December 2024

   11:05:25 PM

logo
logo
সারাবিয়ার একমাত্র গোলে পিএসজির স্বস্তির জয়

3 years ago

আরএমপি নিউজ: লিগ ওয়ানে বুধবার রাতে পাবলো সারাবিয়ার একমাত্র গোলে সেন্ত জার্মেইর বিপক্ষে ১-০ গোলের স্বস্তির জয় পেলো পিএসজি।

শিরোপা ধরে রাখার মিশনে শীর্ষ দল লিঁলের সঙ্গে তাল মিলিয়ে চলছে দলটি। খেলার ২০তম মিনিটের গোলে মাউরিসিও পচেত্তিনোর দল ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

পিএসজিতে একমাত্র প্রতিষ্ঠিত স্ট্রাইকার হিসেবে বোর্দোয়ার মাঠে নামেন মাউরো ইকার্দি। তার সঙ্গে আক্রমণভাগের রাইট উইংয়ে শুরু করেন সারাবিয়া। ইদ্রিসা গুয়েইর ক্রস থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে বেনোয়া কোস্তিলকে পরাস্ত করেন তিনি। এই মৌসুমে এটি ছিল তার পঞ্চম লিগ গোল।