Sunday, 02 February 2025

   06:49:36 AM

logo
logo
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের মাহেন্দ্রক্ষণকে উদযাপন করবে বাংলাদেশ পুলিশ

3 years ago

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ও উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের মাহেন্দ্রক্ষণকে উদযাপন করবে বাংলাদেশ পুলিশ।

এ উপলক্ষে আজ ০৫ মার্চ ২০২১ খ্রিঃ (শুক্রবার) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম বার।

আইজিপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণে যে অমোঘ বার্তা নিয়ে এসেছিল সে বার্তায় আমরা মুক্ত ও স্বাধীন দেশের নাগরিক। আমাদের নিজস্ব পতাকা আছে, মানচিত্র আছে। প্রিয় মাতৃভূমি আমাদের স্বাধীন। ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ ডকুমেন্ট (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে স্বীকৃতি পেয়েছে। যেটি জাতি হিসেবে আমাদের জন্য অনন্য অর্জন।

তিনি বলেন, গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতির জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছে। এটা আমাদের জন্য একটা মাহেন্দ্রক্ষণ এবং ঐতিহাসিক অর্জন। বিগত ৫০ বছরে পৃথিবীর মাত্র ৫ টি দেশ এটা অর্জন করতে পেরেছে।

তিনি আরো বলেন, উন্নয়নশীল দেশের পথে যে যাত্রা তা এত সহজ ছিলনা। এর জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। ২০১৮ সালেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই সকল শর্ত পূরণ হয়েছে। তারই ধারিবাহিকতায় গত ২৬ ফেব্রুয়ারি উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হয়েছি। দারিদ্র্য ও অতি দারিদ্র্যের হার ক্রমাগতভাবে কমেছে। ২০০৮ সালে মাথাপিছু আয় ছিল মাত্র ৫৪০ মার্কিন ডলার । আর বর্তমানে তা ২০০০ মার্কিন ডলার ছুঁই ছুঁই। ২০০৯-২০২১ এই সময়ে জিডিপি ৪০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।  মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন, প্রাজ্ঞতা, দুরদর্শিতা ও দুঃসাহসিক নেতৃত্বের কারণে এবং ১৮ কোটি  মানুষের ৩৬ কোটি পরিশ্রমী  হাত সম্মিলিতভাবে এই অর্জনকে সম্ভব করেছে।

বাংলাদেশের এ ঐতিহাসিক অর্জনকে দেশবাসির সাথে সম্মিলিতভাবে উদযাপন করতে স্বাস্থবিধি মেনে দেশব্যাপী সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আগামী ৭ই মার্চ বিকাল ৩টায় বাংলাদেশ পুলিশের সকল থানায় একযোগে আনন্দ আয়োজনের ঘোষনা দিয়ে এ আয়োজনকে অর্থবহ করার আহবান জানান তিনি।