Sunday, 02 February 2025

   03:49:25 AM

logo
logo
ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১৮ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ

3 years ago

আরএমপি নিউজ: রাজধানীর ভাটারায় গাড়ী ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ১৮ লক্ষ টাকা উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিলো ভাটারা থানা পুলিশ।

প্রসঙ্গত, গত ৮ মার্চ, ২০২১ রাত ১০.১০ টায় গাড়ির শোরুম থেকে গাড়ি বিক্রয়ের নগদ ১৮ লক্ষ টাকা নিয়ে রিক্সাযোগে ঢালী ফুড কোর্ট এপোলো হাসপাতাল রোড দিয়ে বাসায় যাচ্ছিলেন এক গাড়ি ব্যবসায়ী। পথিমধ্যে অসাবধনতাবশতঃ টাকার ব্যাগটি রাস্তায় পড়ে যায়। সম্ভ্যাব্য সব যায়গায় খোঁজাখুঁজি করে টাকার ব্যাগটি না পেয়ে ভাটার থানায় একটি সাধারণ ডায়রি করেন সে ব্যবসায়ী।

ভাটারা থানার অফিসার ইনচার্জ মোক্তারুজ্জামান ডিএমপি নিউজকে জানান, সাধারণ ডায়রির  তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুদ্দিন মুন্সী তাৎক্ষনিক ঘটনাস্থল ও আশপাশ এলাকায় ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থলের আশপাশে স্থাপিত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় একজন অটোচালককে ব্যাগটি রাস্তা থেকে তুলে নিতে দেখা যায়। তথ্য প্রযুক্তির সহায়তায় সিসিটিভি ফুটেজের প্রদর্শিত অটোরিক্সা চালককে শনাক্ত করে চালকের হেফাজত হতে হারিয়ে যাওয়া ১৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৯ মার্চ, ২০২১) রাত ৮.৩০ টায় উদ্ধারকৃত ১৮ লক্ষ  টাকা ব্যবসায়ীকে ফেরত প্রদান করা হয়েছে।

অটোরিক্সা চালক মোঃ ইউনুস হারিয়ে যাওয়া টাকা পাওয়ার পর  ফেরত প্রদানের জন্যে মালিককে খুজঁছেন মর্মে পুলিশের এ কর্মকর্তা জানান।