Sunday, 02 February 2025

   03:56:46 AM

logo
logo
প্রাপ্তি সংবাদ

3 years ago

আরএমপি নিউজঃ গত ০৮ মার্চ ২০২১ বেলা ১১.০০ টায় এক বৃদ্ধা নারীকে এলোমেলো ভাবে ঘোরাফেরা করতে দেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্র মতিহার থানা পুলিশকে খবর দেয়। মতিহার থানা পুলিশ তাকে উদ্ধার করে নাম ঠিকানা জিজ্ঞেস করলে সে তার নাম পরিচয় বলতে পারেনি। ভিকটিমের পরিবারের সন্ধান অব্যহত রয়েছে। বর্তমানে সে ভিকটিম সাপোর্ট সেন্টার, শাহমখদুম থানা কম্পাউন্ড ভবন, রাজশাহীতে নিরাপদ হেফাজতে আছে।

          এই মহিলাকে কেউ যদি চিনে বা তার আত্মীয় স্বজনের সন্ধান জেনে থাকেন তাহলে শাহমখদুম থানা, ভিকটিম সার্পোট সেন্টার, আরএমপি, রাজশাহী  মোবাইল-০১৩২০-০৬১৭৩৪ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।