Thursday, 05 September 2024

   10:19:23 AM

logo
logo
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আরএমপি সদর দপ্তর ও ভিকটিম সাপোর্ট সেন্টার, রাজশাহী পরিদর্শন করলেন

3 years ago

আরএমপি নিউজঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর ও শাহমখদুম থানা কম্পাউন্ডে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করলেন।

আজ ১১ মার্চ ২০২১ দুপুর ০২.০০ টায়  যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আরএমপি সদর দপ্তরে পোঁছিলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার (সাময়িক দায়িত্বে) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মহোদয় রাষ্ট্রদূতকে ফুলের শুভেচ্ছা জানান। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে সাথে নিয়ে তিনি ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূত মহোদয় ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্মরত নারী পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। ভিকটিম সাপোর্ট সেন্টারের সার্বিক কার্যক্রম তিনি সন্তোষ প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর আগমন উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার (সাময়িক দায়িত্বে) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) এর সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিচিতি সভা শেষে আরএমপি’র বিভিন্ন কার্যক্রমের উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারিতে সাইবার ক্রাইম ইউনিট, হ্যালো আরএমপি অ্যাপ, অপারেশন এন্ড মনিটরিং সেন্টার, কিশোর গ্যাং এর ডিজিটাল ডাটাবেজ, সিডিএমএস, সিআইএমএস এবং সিআরটির টিমের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।  

পরে সভাপতি মহোদয় রাষ্ট্রদূতকে আরএমপির পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন।

উল্লেখ্য যে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় আরএমপিতে যোগদানের পরপরই সাইবার ক্রাইম ইউনিট, হ্যালো আরএমপি এ্যাপ, অপারেশন এন্ড মনিটরিং সেন্টার গঠন করেন এবং কিশোর গ্যাং এর ডিজিটাল  ডাটাবেজ প্রস্তুত করেন।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আরএমপি সদর দপ্তর ও ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শনের পূর্বে সকাল ১০.০০ টায় সাহেব বাজার হোটেল ওয়ারিশনে U.S. Embassy কর্তৃক আয়োজিত Student Leadership Development Workshops (SLDW) এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার কমিশনার (সাময়িক দায়িত্বে) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ।