Monday, 23 December 2024

   11:00:10 PM

logo
logo
৮ উইকেটে ভারতের হার

3 years ago

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুক্রবার (১২ মার্চরাতে প্রথম টিটোয়েন্টি ম্যাচে ২৭ বল হাতে রেখে ভারতকে  উইকেটে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। টস জিতে বিরাট কোহলিদের ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক। প্রথমে বোলিং করে ভারতকে ১২৪ রানে বেঁধে ফেলে ইংল্যান্ড। খেলতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত।  রানে  উইকেট হারিয়ে বিপাকে পড়ে রবি শাস্ত্রীর শিষ্যরা। কোহলি ফেরেন  রানে। 

শ্রেয়স আইয়ারঋষভ পান্ত হাল ধরার চেষ্টা করছিলেন। কিন্তু পান্ত ব্যক্তিগত ২১ রানে ফিরে যান সম্ভাবনা দেখিয়ে। শ্রেয়স দারুণ ব্যাটিং করে দলকে এনে দেন সম্মানজনক স্কোর। ইনিংস শেষ হওয়ার  বল আগে আউট হন সর্বোচ্চ ৬৭ রান করে। তার ইনিংসটি সাজানো ছিল ৪৮ বলে৮টি চার  ১টি ছয়ে। হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে ১৯ রান। 

ইংলিশদের হয়ে সর্বোচ্চ  উইকেট নেন জোফরা আর্চার। ১টি করে উইকেট নেন আদিল রশিদমার্ক উডক্রিস জর্দান  বেন স্টোকস। 

১২৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ঝোড়ো শুরু করে ইংল্যান্ড। জস বাটলারজেসন রয়ের ব্যাটিংয়ে অসহায় দেখাচ্ছিল ভারতীয় বোলারদের। ২৮ রানে বাটলার আউট হলে ভাঙে ৭২ রানের ওপেনিং জুটি। আরেক ওপেনার রয় আউট হন ৪৯ রানে। ৩২ বলে ৪টি চার  ৩টি ছয়ে এই রান করেন তিনি। 

দুজন ফিরে গেলেও বেগ পেতে হয়নি জয় নিয়ে মাঠ ছাড়তে। জনি বেয়ারস্টো ১৭ বলে ২৬  ২০ বলে ২৪ রান করে অপারাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

ভারতের হয়ে  টি করে উইকেট নেন যুজবেন্দ্র চাহাল  ওয়াশিংটন সুন্দর