Sunday, 02 February 2025

   01:52:27 AM

logo
logo
৯৯৯ এ ফোন করে ছেড়া দ্বীপ থেকে উদ্ধার হলো ১৫ পর্যটক

3 years ago

হাত বাড়ালেই কাছে পাওয়ার মত পরম বন্ধু হয়ে কাজ করছে জাতীয় জরুরী সেবা ৯৯৯। হোক সে দুর্গম অথবা স্বাভাবিক জায়গায় যেখানে বিপদ বা প্রয়োজন দেখা দিচ্ছে সেখানেই সেবা নিয়ে হাজির ৯৯৯। সাম্প্রতি কক্সবাজারের ছেড়া দ্বীপের কাছ থেকে ৯৯৯ এর মাধ্যমে ১৫ পর্যটককে উদ্ধার করা হয়। 

১৮ মার্চ বৃষ্পতিবার, ২০২১ বেলা ৩ টায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সন্নিকটবর্তী ছেড়া দ্বীপের কাছে বিকল নৌযানের আব্দুল্লাহ নামে এক পর্যটক যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে জরুরী উদ্ধার সহায়তা চান।  তিনি জানান, তিনি তার পরিবারের সদস্য ৩ জন মহিলা সহ ১৫ জন সেন্ট মার্টিন থেকে একটি ইঞ্জিনচালিত নৌযান যোগে ছেড়া দ্বীপ ভ্রমনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু ছেড়া দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরের একটি স্থানে তাদের নৌযানের ইঞ্জিন বিকল হয়ে গেছে।  নৌযানের মাঝি প্রায় ঘন্টাখানেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারেননি।  এই অবস্থায় সাগরে বিকল নৌযানে অবস্থিত পর্যটকরা ভীত ও শঙ্কিত হয়ে পড়েছে।  এমন বিপদ থেকে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি কক্সবাজার সেন্টমার্টিন কোস্টগার্ডকে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানায়।  ৯৯৯ থেকে সংবাদ পেয়ে সেন্ট মার্টিন কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। পরবর্তী সময়ে সেন্ট মার্টিন কোস্টগার্ডের লেঃ কমাণ্ডার সাদ ৯৯৯ কে ফোনে জানান তারা একটি উদ্ধারকারী নৌযান প্রেরণ করেন এবং ৩ জন মহিলা সহ ১৫ জন পর্যটক ও বিকল নৌযানটিকে নিরাপদে সেন্টমার্টিন নিয়ে এসেছেন।