Sunday, 02 February 2025

   01:38:48 AM

logo
logo
কমিউনিটি ব্যাংক-এর ২১তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত

3 years ago

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২১তম তম পরিচালনা পর্ষদ সভা রোববার, ২১ মার্চ ২০২১, ঢাকাস্থ পুলিশ হেডকোয়ার্টাস এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ও ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
উক্ত সভায় ব্যাংকের বিনিয়োগের প্রস্তাব ও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন এন্ড অপারেশন্স), বাংলাদেশ পুলিশ, জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম, ডিজি (অ্যাডিশনাল আইজি), র‌্যাব, জনাব আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, ডিআইজি (হিউম্যান রিসোর্স), বাংলাদেশ পুলিশ, জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি ঢাকা রেঞ্জ, ড. শোয়েব রিয়াজ আলম, এ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট-রেভিনিউ-১) বাংলাদেশ পুলিশ, জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট), বাংলাদেশ পুলিশ, জনাব মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক, জনাব কাজী মশিউর রহমান, স্বতন্ত্র পরিচালক, ড. আব্দুল্লাহ আল মাহমুদ, স্বতন্ত্র পরিচালক এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মসিউল হক চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।