Monday, 23 December 2024

   11:02:13 PM

logo
logo
করোনা আক্রান্ত শচীন টেন্ডুলকার

3 years ago

শচীন টেন্ডুলকার করোনা আক্রান্ত। কিছু দিন আগেই বিশ্ব পথ সুরক্ষা সিরিজে খেলেছিলেন তিনি। শনিবার টুইট করে করোনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

শচীন টুইট করে লেখেন, ‘আমি পরীক্ষা করাচ্ছিলাম। নিজেকে করোনামুক্ত রাখতে সব রকম চেষ্টা করেছি। আজ করোনা আক্রান্ত আমি। কিছু উপসর্গ আছে বাড়িতেই রয়েছি। বাড়ির বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। সকল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সকলে সাবধানে থাকুন’।

শচীন টেন্ডুলকার ভারতের হয়ে ১৯৮৯ সালে অভিষেক হয়। শত শতরানের মালিক ২০১৩ সালে অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।