Sunday, 28 July 2024

   02:28:48 PM

logo
logo
৩৪ বছর পর চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ

3 years ago

আরএমপি  নিউজ: শনিবার (৩ এপ্রিল) রাতে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে প্রায় ৩৪ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন হলো রিয়াল সোসিয়েদাদ। সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে সোসিয়েদাদের হয়ে একমাত্র গোলটি করেন মিকেল ওয়ারজাবাল।

সোসিয়েদাদ সবশেষ ১৯৮৬-৮৭ মৌসুমে স্পেনের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। সবমিলিয়ে সোসিয়েদাদের এটি তৃতীয় কোপা দেল রে শিরোপা। প্রথমবার তারা ট্রফিটি জিতেছিল ১৯০৯ সালে।

সব স্বাভাবিক থাকলে এ ম্যাচটি হওয়ার কথা ছিল গত বছরের মে মাসে। কেননা এটি ২০১৯-২০ মৌসুমে কোপা দেল রে ফাইনাল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় ফাইনাল ম্যাচটি পিছিয়ে দেয়া হয়।

ম্যাচের একমাত্র গোলটি হয় দ্বিতীয়ার্ধে গিয়ে। তাও সেটি সোসিয়েদাদকে একপ্রকার উপহারই দিয়েছে বিলবাও। ডি-বক্সের মধ্যে প্রতিপক্ষের ফরোয়ার্ড পোর্তুকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন স্প্যানিশ ডিফেন্ডার মার্টিনেজ, পেনাল্টি পায় সোসিয়েদাদ। সফল স্পটকিকে ম্যাচে ফল ঠিক করে দেন ওয়ারজাবাল।

এদিকে গত আসরের ফাইনাল ম্যাচটি হারলেও, কোপা দেল রে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ শিগগিরই পাচ্ছে বিলবাও। কারণ ২০২০-২১ আসরের ফাইনালে আগামী ১৭ এপ্রিল বার্সেলোনার মুখোমুখি হবে বিলবাও।