Monday, 23 December 2024

   06:38:10 PM

logo
logo
শিরোপার আরো কাছাকাছি ম্যানচেস্টার সিটি

3 years ago

গতকাল রাতে লেস্টার সিটিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার আরো কাছাকাছি চলে গেছে ম্যানচেস্টার সিটি।

কালকের ম্যাচে লেস্টারকে কে ২-০ গোলে হারিয়েছে ম্যান সিটি। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে সিটির হয়ে প্রথম গোলটি করেন বেঞ্জামিন মেন্ডি। ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করে গ্যাব্রিয়েল হেসুস।

এ জয়ের ফলে ৩১ ম্যাচে ম্যানচেস্টার সিটি ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষেস্থানে রয়েছে। ২৯  ম্যাচে ৫৭ পয়েন্ট দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।