Friday, 22 November 2024

   01:07:00 AM

logo
logo
সচেতনতা সৃষ্টি করতে আরএমপি’র ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তাগণ মাঠে নেমেছে

5 years ago

জঙ্গিবাদ মোকাবিলা করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদা প্রস্তুত। আর তাই রাজশাহী মহানগরীর পাড়ায় পাড়ায়, মহল্লায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ‍ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তাগণও পায়ে হেঁটে মেস ও বাড়ির মালিকদের সচেতন করছেন যাতে তাঁরা ভাড়াটিয়াদের ব্যাপারে প্রকৃত তথ্য পাবার পর তাদের বাড়ি ভাড়া দেন। অদ্য ৩০ মার্চ ২০১৭ খ্রিস্টাব্দে সকাল ১০.০০ ঘটিকায় জনসচেতনতা বাড়াতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি (পূর্ব) জনাব মোঃ আমির জাফর রাজশাহী মহানগরীর রাজশাহী বিশ্ববিদ্যালয় সন্নিহিত এলাকায় বাড়ির মালিকদের খোঁজ খবর নেন। তিনি বাড়ির মালিকদের বলেন যে, নিজে সাবধানে থাকুন। যে কোন প্রকার অস্বাভাবিক ঘটলে তিনি বাড়ির মালিকদের পুলিশকে খবর দেবার জন্য আহ্বান করেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন যে,বর্তমান পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী মহানগরীকে কয়েকটি বিটে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি বিটে এক উপ-পুলিশ পরিদর্শক অথবা সহকারি উপ-পুলিশ পরিদর্শককে বিট অফিসার হিসেবে ডেলিগেট করা হয়েছে। বিট অফিসারগণ বাড়ি বাড়ি গিয়ে সচেতনার কাজটি করতেন।