logo

Rajshahi Metropolitan Police

Rajshahi, Bangladesh

ভিকটিম সাপোর্ট সেন্টারের সিনিয়র এসি’র উঠোন বেঠক

2 weeks ago

গত ০১ জানুয়ারি ২০১৭ খ্রিস্টাব্দে সন্ধ্যা ০৭.০০ ঘটিকায় ভিকটিম সাপোর্ট সেন্টারের সিনিয়র এসি’র জনাব মোছাঃ শামিমা নাসরিন কর্তৃক বিট পুলিশিং একটি উঠোন বেঠক শাহমখদুম থানাধীন কুচ পাড়ার বড় বনগ্রামে অনুষ্ঠিত হয় যা শাহমখদুম থানার ০৩ নং বিট।
উক্ত বৈঠকে ২০ থেকে ২৫ জন স্থানীয় নারী উপস্থিত ছিলেন। ভিকটিম সাপোর্ট সেন্টারের সিনিয়র এসি উঠোন বৈঠকে পারিবারিক সহিংসতা শিকার নারী ও শিশুদের কিভাবে সাহায্য যায় এ ব্যাপারে উপস্থিত নারীদের সাথে আলোচনা করেন।