logo

Rajshahi Metropolitan Police

Rajshahi, Bangladesh

আরএমপিতে মাদক ব্যবসা পরিত্যাগকারীদের পুনর্বাসন সংক্রান্ত মতবিনিময় সভা

4 weeks ago

গত ২৩ সেপ্টম্বর ২০১৭ ইং তারিখ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও মাদকব্যবসা পরিত্যাগকারীদের সংগঠন ”নতুন জীবন” এর আয়োজনে অনুষ্ঠিত হয় মাদকব্যবসা পরিত্যাগকারদের পূনর্বাসন সংক্রান্ত মতবিনিময় সভা। জনাব আমির জাফর ডিসি (পশ্চিম)  এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন- জনাব মোঃ তানভীর হায়দার চৈাধুরী,ডিসি (সদর) । এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোছাঃ শিরিন আক্তার জাহান এডিসি (সদর), আব্দুর রশিদ এডিসি (পশ্চিম), মোঃ সোহোরায়ার্দী এসি (বোয়ালিয়া মডেল থানা), আমানুল্লাহ আমান ভারপ্রাপ্ত কর্মকর্তা বোয়ালিয়া মডেল থানা, নতুন জীবনের উপদেষ্টা পরিষদের সদস্য চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান,সহ সভাপতি – মাসুদুর রহমান রিংকু ,নির্বাহী পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সম্পাদক আব্দুল্লাহ আল রেজা, কোষাধক্ষ -ফারুক হোসেন, বোয়ালিয়া মডেল থানা আওয়ামীলীগ সভাপতি মো: আতিকুর রহমান কালু, মহানগর স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ, বোয়ালিয়া মডেল থানা এলাকাধীন মাদক ব্যবসা পরিত্যাগকারী সহ আরও অনেকে। সভায় মাদক ব্যবসা পরিত্যাগকারীগন তাদের দাবী দাওয়া তুলে ধরলে নতুন জীবনের পক্ষ থেকে বিভিন্ন ভাবে পর্যায়ক্রমে তাদের যত দ্রুত সম্ভব পুর্নবাসনের আশ্বস দেয়া হয়। সেই সাথে পুনরায় মাদকের সাথে না জড়ানোর জন্য তাদের কঠোর ভাবে হুশিয়ার করা হয়।