Monday, 11 December 2023

   06:48:53 PM

logo
logo
মাদক ব্যবসা পরিত্যাগকারীদের সাথে আরএম পুলিশ কমিশনার এর মতবিনিময় সভা

4 years ago

মাদক ব্যবসা পরিত্যাগকারীদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান পিপিএম। গত বৃহস্পতিবার ২৪ আগস্ট ২০১৭ বিকেলে পুলিশ লাইন্স সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আরএমপির সাবেক কমিশনার শফিকুল ইসলাম বিপিএম এর সময় নগরীর ৩১৩ জন মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা পরিত্যাগ করে। এরমধ্যে ২২০ জন মাদক ব্যবসা পরিত্যাগকারী সভায় উপস্থিত ছিলেন। এছাড়া আরো একজন মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

পুলিশ কমিশনার সভাপতির বক্তব্যে বলেন, মাদক ব্যবসা পরিত্যাগকারীদের নিয়ে আরএমপি’র পুনর্বাসনের যে উদ্যোগ চলমান রয়েছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে মাদক ব্যবসা পরিত্যাগকারীদের সেলাই মেশিন, ভ্যান, নগদ অর্থ, প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ  পুনর্বাসন করার আশ্বাস প্রদান করেন। মাদক ব্যবসা পরিত্যাগকারীদের মধ্যে যারা আবারো মাদক ব্যবসার সাথে যুক্ত হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন, ডিসি সদর তানভীর হায়দার চৌধুরী, ডিসি (পূর্ব) একেএম নাহিদুল ইসলাম, ডিসি (পশ্চিম) মোঃ আমির জাফর, এসএসপি (সিটিএসবি) আবু আহাম্মদ আল মামুন,ডিসি (পিওএম) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম,  এডিসি (সদর) শিরিন আক্তার জাহান, নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (সদর) ইফতে খায়ের আলম, এসি (বোয়ালিয়া) সোহরোয়ার্দী হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।