Monday, 23 December 2024

   02:11:52 PM

logo
logo
পিএসজিকে হারিয়ে ফাইনালের পথে সিটি

3 years ago

আরএমপি নিউজঃ দুর্দান্ত ছন্দে শুরু করা পিএসজি এগিয়ে যায় ম্যাচের শুরুতে। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ম্যানচেস্টার সিটি। ফলে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলের দারুণ জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পথে এগিয়ে গেল পেপ গার্দিওলার শিষ্যরা।

সেমি-ফাইনালের প্রথম লেগে বুধবার (২৮ এপ্রিল) রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জিতেছে সিটি। মার্কিনিয়োসের গোলে শুরুতেই পিছিয়ে পড়ার পর সমতা টানেন কেভিন ডে ব্রুইনে। পরে ব্যবধান গড়ে দেন রিয়াদ মাহরেজ।

ম্যাচের প্রথমার্ধ মূলত পিএসজির দখলেই ছিল। মাত্র দ্বিতীয় মিনিটে নেইমারের দুর্বল শটের কারণে লিড পায়নি তারা। তবে ১৫ মিনিটের সময় ভুল করেননি মার্কুইনহোস। অ্যাঞ্জেলো ডি মারিয়ার নেয়ার কর্নারে লাফিয়ে ওঠা হেডে জালের ঠিকানা খুঁজে নেন এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

দ্বিতীয়ার্ধে ফিরে সমতাসূচক গোলের জন্য সিটির অপেক্ষা ১৯ মিনিটের। কর্নার থেকে বল পাওয়া কেভিন ডি ব্রুইন এর ক্রস এক ড্রপে জড়িয়ে যায় জালে, সিটি ফেরে সমতায়। এর সাত মিনিট পর সফরকারীদের এগিয়ে দেন রিয়াদ মাহরেজ। তার ফ্রি-কিকে ম্যান সিটি পায় জয়সূচক গোল। 

আগামী মঙ্গলবার রাতে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে দুদল। পিছিয়ে থাকার ধাক্কা সামলে ফাইনালে উঠতে হলে সেদিন অসাধারণ কিছু করে দেখাতে হবে নেইমার-এমবাপেদের।