এএস রোমার বিপক্ষে হেরেও ইউরোপা লিগের ফাইনালে উঠে গেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড।
ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে বড় জয়ই তাদের ফাইনালে উঠার মূল হাতিয়ার হিসেবে কাজ করেছে। প্রথম লেগে নিজেদের মাঠে এএস রোমার বিপক্ষে ৬–২ গোলের বড় জয় পায় ম্যান ইউ।
এ জয় তাদের ফাইনালে এক পা দিয়ে রেখেছিল। তাই, গতরাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে এএস রোমার বিপক্ষে ৩–২ গোলের হারের পরও তারা ইউরোপা লিগের ফাইনালে ভিয়ারিয়ালের মুখোমুখি হবে তারা।