Monday, 21 June 2021

   07:39:20 PM

logo
logo
গিনির স্বর্ণখনিতে ভূমিধসে নিহত ১৫

1 month ago

আরএমপি নিউজঃ গিনির উত্তর পূর্বাঞ্চলীয় সিগুইরি এলাকার একটি সোনার খনিতে ভূমিধসে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছে। উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্রে এ খবর জানা গেছে।
তবে এসব লোক খনির ওপর থেকে পড়া পাথর চাপায় নাকি খনির ভেতরে চাপা পড়ে নিহত হয়েছে তা জানা যায়নি।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ক্যাপ্টেন মামাদু নিয়ারে বলেন, সিগুইরি খনির পরিস্থিতি আমাদের সকলের জন্য উদ্বেগজনক। দিনশেষে এই ভূমিধস কোভিড-১৯ মহামারির চেয়েও ভয়ানক।

উল্লেখ্য, দেশটিতে এ পর্যন্ত করোনায় ১৪৯ জন মারা গেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটির স্বর্ণখনিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।