Saturday, 20 April 2024

   12:53:12 AM

logo
logo
রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস করোনা আক্রান্ত

2 years ago

আবারও করোনার হানা রিয়াল শিবিরে। এবার প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস। কোভিড-১৯ সংক্রমিত এক ব্যক্তির সংস্পর্শে গিয়ে আক্রান্ত হন তিনি।

প্রোটোকল মেনে আইসোলেশনে চলে যেতে হয়েছিল তাকে। আইসোলেশনে থাকাকালীন প্রাথমিক রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয় রিপোর্টে পজিটিভ জার্মান মিডফিল্ডার। যা লিগের নির্ণায়ক ম্যাচের আগে দুশ্চিন্তা বাড়াল রিয়াল মাদ্রিদের।

সোমবার (১৭ মে) এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে লস ব্ল্যাঙ্কোসদের তরফ থেকে টনি ক্রুসের করোনা আক্রান্তের খবর জানানো ‘আমাদের ফুটবলার টনি ক্রুসের শরীরে আজ করোনা পরীক্ষা করা হয়েছিল যার রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার কারণে গত ১৪ মে থেকে আইসোলেশনে ছিলেন তিনি।’ উল্লেখ্য, সেই কারণে রবিবার সিরীয় অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধেও ১৯ জনের স্কোয়াডে ছিলেন না ক্রুস।

করোনা আক্রান্ত না হলে আইসোলেশন পর্ব কাটিয়ে আগামী ২৩ মে ভিলারিয়ালের বিরুদ্ধে ম্যাচে নিশ্চিতভাবে স্কোয়াডে থাকতেন তিনি। কিন্তু রিপোর্ট পজিটিভ আসায় সে সম্ভাবনা ক্ষীণই রয়ে গেল।

গুরুত্বপূর্ণ ম্যাচে মাঝমাঠের অভাব কিছুটা হলেও বোধ করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২৩মে ভিলারিয়ালের বিরুদ্ধে জয় ছাড়া কোনও গতি নেই লস ব্ল্যাঙ্কোসদের। গুরুত্বপূর্ণ এ ম্যাচে হোচট খেলেই নিশ্চিত চ্যাম্পিয়ন হয়ে যাবে অ্যাটলেটিকো মাদ্রিদ। এমনকি জিতলেও তাকিয়ে থাকতে হবে দিয়েগো সিমোনের দলের পয়েন্ট খোয়ানোর দিকে।