Monday, 23 December 2024

   09:34:42 AM

logo
logo
অ্যাশেজের সূচি প্রকাশ

3 years ago

ক্রিকেটের গৌরবময় একটি অধ্যায় হচ্ছে ‘অ্যাশেজ’। অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এর মধ্যে বছরের শেষ দিকে অনুষ্ঠিত টেস্ট ম্যাচের সিরিজটাকে ‘অ্যাশেজ’ বলা হয়। ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যময় ও প্রাচীন সিরিজ বলা হয়ে থাকে দুই দলের এই লড়াইটাকে।

এবারের অ্যাশেজ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে। চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজটি।

অ্যাশেজ সিরিজের সূচি

প্রথম টেস্ট : ডিসেম্বর ৮-১২, গ্যাবা

দ্বিতীয় টেস্ট : ডিসেম্বর ১৬-২০, অ্যাডিলেইড (দিবারাত্রি)

তৃতীয় টেস্ট : ডিসেম্বর ২৬-৩০, মেলবোর্ন

চতুর্থ টেস্ট : জানুয়ারি ৫-৯, সিডনি

পঞ্চম টেস্ট : জানুয়ারি ১৪-১৮, পার্থ