Monday, 23 December 2024

   04:34:49 AM

logo
logo
সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএলের বাকি ম্যাচ আরব আমিরাতে

3 years ago

করোনা ভাইরাস এর কারণে বেশ কয়েকজন খেলোয়াড়ের সংক্রমণ শনাক্ত হওয়ায় গত ৪ এপ্রিল বন্ধ হয়ে যায় ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে এর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

আজ শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা সংবাদ সংস্থাকে এ খবর জানিয়েছেন । আগামী সেপ্টেম্বর-অক্টোবরে এই প্রতিযোগিতা আয়োজনের পক্ষে প্রতিটি সদস্যই রায় দিয়েছেন।

শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোন আলোচনা হয়নি। বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। সঠিক সময়েই এই প্রতিযোগিতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।