Monday, 23 December 2024

   04:22:03 AM

logo
logo
এবার কোচিংয়ে সনথ জয়সুরিয়া

3 years ago

নতুন পরিচয়ে নিজের নাম লেখানেন শ্রীলংকার সাবেক ক্রিকেটার সনথ জয়সুরিয়া। অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়ার ইস্টার্ন ক্রিকেট অ্যাসোসিয়েশনে খেলা মুলগ্রাভ ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি।

ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২১/২২ মৌসুমে দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জয়সুরিয়া। এখানে আগে থেকেই খেলোয়াড় হিসেবে আছেন সাবেক দুই শ্রীলংকান তিলকরত্নে দিলশান ও উপুল থারাঙ্গা।

কোচ হিসেবে ক্লাবে সনথ জয়সুরিয়াকে পেয়ে বেশ আনন্দিত মুলগ্রাভ। তার অভিজ্ঞতা দলকে এগিয়ে নিতে সাহায্য করবে।  

২০১১ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন জয়সুরিয়া। তিন ফরম্যাট মিলিয়ে শ্রীলংকার হয়ে ৫৮৬ টি ম্যাচ খেলেছেন তিনি।