Monday, 23 December 2024

   04:37:39 AM

logo
logo
আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন মুশফিক

3 years ago

আরএমপি নিউজঃ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

এ মাসের সেরা তিনজনের তালিকায় মুশফিকের সঙ্গে আছেন আরও দুজন। তারা হলেন, পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার ক্রিকেটার প্রাভিন জয়াবিক্রেমা। দু’জনই বোলার হিসেবে পেলেও মুশফিক পেয়েছেন ব্যাটিংয়ের জন্য।

এই ক্যাটাগরিতে নারীদের তালিকায় মনোনয়ন পেয়েছেন স্কটল্যান্ডের ক্যাথেরিন ব্রায়েস এবং আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও লেহ পল।

সব ধরনের ফরমেটে সেরা পারফরমেন্সের ভিত্তিতে আইসিসি প্রতি মাসের সেরা ক্রিকেটারদেরকে মনোনীত করে।