Saturday, 21 December 2024

   11:57:09 PM

logo
logo
উইন্ডোজ ১০ বন্ধের ঘোষণা দিল মাইক্রোসফট

3 years ago

আরএমপি নিউজঃ উইন্ডোজ ১০–এর সব ধরনের সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট।

মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি জানায়, ২০২৫ সালের ১৪ অক্টোবর থেকে তারা আর উইন্ডোজ ১০–এর কোনো নতুন আপডেট বাজারে আনবে না। এটির নিরাপত্তায় কোনো সাপোর্টও দেবে না।

একইসঙ্গে মাইক্রোসফট ওএএস বা অপারেটিং সিস্টেমের নতুন জেনারেশন আনার ঘোষণা দিয়েছে।

টেক সংশ্লিষ্টরা জানায়, ‘মাইক্রোসফট এবার উইন্ডোজ ১১ বাজারে আনতে যাচ্ছে। যা আগের সব ভার্সনকে ছাপিয়ে যাবে।’

তবে উইন্ডোজ ১১ বাজারে আনার বিষয়ে মাইক্রোসফটের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আগামী ২৪ জুন পর্যন্ত।