Sunday, 22 December 2024

   11:18:51 PM

logo
logo
টেস্ট চ্যাম্পিয়নশিপ: ১৩৯ করলেই ট্রফি কিইউদের

3 years ago

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জেতার জন্য নিউজিল্যান্ডের টার্গেট ১৩৯ রান। বৃষ্টি বিঘ্নিত ডব্লিউটিসি ফাইনালের দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা ও ঋষভ পন্থ ছাড়া কোনও ভারতীয় ব্যাটসম্যান কিইউ পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি। ভারতের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৭০ রানে।

বুধবার টেস্টে ষষ্ঠ দিনে আগুনে বোলিং করলেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। সাউদি তুলে নিলেন চার উইকেট। বোল্টের ঝুলিতে তিন উইকেট। 

নিউজিল্যান্ডের কাছে এই ম্যাচ জেতার জন্য মোটামুটি ৪৩ ওভার এবং হাতে ১০ উইকেট রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২১ রান। আর মাত্র ১১৮ রান করতে পারলেই ট্রফি জিতবে নিউজিল্যান্ড।

তবে এই উইকেটে দ্রুত রান তোলা একেবারে সম্ভব নয়। ম্যাচের মোড় এবার কোনদিকে ঘোরে এখন সেটাই দেখার। এর আগে প্রথম ইনিংসে ২১৭ রান করেছিল ভারতীয়রা। জবাবে অবশ্য নিউজিল্যান্ডও খুব বেশিদুর যেতে পারেনি। তারা অলআউট হয়েছে ২৪৯ রানে। ৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত।