Wednesday, 17 July 2024

   01:36:30 AM

logo
logo
আজ আবার বসছে সংসদের বাজেট অধিবেশন

3 years ago

দীর্ঘ ৯ দিন মুলতবির পর আজ সোমবার সকালে আবার বসছে একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন।

গত ১৭ জুনের বৈঠক শেষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২৮ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি করে দেন।

গত ২ জুন সংসদের বাজেট অধিবেশন শুরু হয়। গত ৩ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট সংসদে পেশ করেন। এছাড়া ওই দিন তিনি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটও পেশ করেন। গত ৭ জুন সম্পূরক বাজেট পাস করা হয়।

আজ বৈঠকে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। এ আলোচনা গত ১৪ জুন শুরু হয়। আগামী ৩০ জুন এ বাজেট পাস করা হবে। এর আগে ২৯ জুন অর্থ বিল, ২০২১ পাস করার কথা রয়েছে।-বাসস