Sunday, 22 December 2024

   11:34:42 PM

logo
logo
অভিষেক মাসেই আইসিসির সেরা কনওয়ে

3 years ago

আরএমপি নিউজঃ আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে কিউই ব্যাটসম্যান ডেভন কনওয়ে। অভিষিক্ত মাসেই এই পুরষ্কার পেলেন এই কিউই ব্যাটসম্যান।

সতীর্থ কাইল জেমিসন ও দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককে পেছনে ফেলে আইসিসির ম্যান অব দ্য মান্থ হয়েছেন কনওয়ে।

জুনের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক ঘটে কনওয়ের। অভিষেকেই দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি। পরের টেস্টে খেলেন ৮০ রানের ইনিংস। এরপর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষেও করেন অর্ধশত রান। ক্যারিয়ারের তিন টেস্টে মোট সংগ্রহ ৩৭৯ রান। ফলে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে তার রেটিং পয়েন্ট রেকর্ড ৪৪৭।

৩০ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান বলেন, এই পুরস্কার পেয়ে আমি সত্যিই সম্মানিত। টেস্ট ক্রিকেটের পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পাওয়ায় তা বাড়তি কিছু হয়ে উঠেছে।