Thursday, 23 September 2021

   11:26:45 AM

logo
logo
রোনালদোকে হটিয়ে রেকর্ড গড়ল মেসির কোপা জয়ের ছবি

2 months ago

ফুটবল বিশ্বে চলছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর রাজত্ব। একের পর এক জাদুকরী পারফরম্যান্সে নিয়মিতই নানান রেকর্ড গড়ে থাকেন বর্তমান সময়ের অন্যতম সেরা এ দুই ফুটবলার।

মজার ব্যাপার, সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলাধুলা বিষয়ক মেসি পেছনে ফেলেছেন ক্রিস্তিয়ানোর রোনালদোকে। গত ২৫ নভেম্বর ডিগেয়ো ম্যারাডোনার মৃত্যুতে সিআর সেভেন যে ছবি পোস্ট করেছিলেন, এতদিন সেটি ছিল সর্বোচ্চ লাইক পাওয়া স্পোর্টস পিক।

কোপা জয়ের পর একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন মেসি। যার একটিতে আদুল গায়ে ট্রফি জড়িয়ে ছিলেন। সেই ছবিটিই এখন ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইক পাওয়া স্পোর্টস পিক বা খেলার জগতের ছবি।

এই প্রতিবেদন লেখার সময় মেসির ছবিতে লাইক পড়েছে ২ কোটি ৫৫ হাজার ৫২৪টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সব মিলে এটি ষষ্ঠ সর্বোচ্চ লাইক পাওয়া ছবি।