Wednesday, 04 December 2024

   02:26:18 PM

logo
logo
শিশুদের বুদ্ধির বিকাশে রইল কিছু টিপস

3 years ago

শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য ব্রেন বা মস্তিস্কের পুষ্টি অত্যন্ত জরুরি। তাহলেই আগামী দিনে উন্নতির গতি বৃদ্ধি পায়। চিকিৎসকরা বলছেন, ছোট থেকেই একজন শিশুর মস্তিস্কের পুষ্টি প্রয়োজন। স্বাস্থ্যকর খাওয়া-দাওয়ার সঙ্গে সঙ্গে সেজন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অভিভাবকদেরই সেই কাজে নিজের বাচ্চাটাকে ব্যস্ত রাখতে হবে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন কাজে একটা শিশুর মস্তিস্কে শান দেওয়া যেতে পারে।

চিকিৎসকরা বলছেন, Puzzles (পাজলস) সলভ করলে বাচ্চাদের বুদ্ধি বাড়ে। Twisters & Teasers সমাধান করলেও শিশুদের মাথা সচল হয়। এই ধরনের কাজে শিশু লিপ্ত থাকলে, তার ভাবার ক্ষমতা বাড়ে।

চিকিৎসকরা বলছেন, শিশুদের বুদ্ধির ধার বাড়ায় অংক। কঠিন অংকের সমস্যা সমাধান করতে জানলে, কোনও সমস্যাই নাকি আর সমস্যা থাকে না।

খেলাধুলো কেবল শারীরিক নয়, মানসিক গঠনও বদলে দেয়। সেজন্য আপনার শিশুকে যে কোনও ধরনের খেলার সঙ্গে যুক্ত রাখুন। পারলে যোগাসন করান।

কেবল মাতৃভাষা, একটা-দুটো ভাষা নয়। নিজের শিশুকে আরও বেশ কয়েকটি ভাষা শেখান। বাচ্চাদের ব্রেনের গ্রোথে ক্রিয়েটিভ স্কিল বাড়ানো অত্যন্ত জরুরি।