Saturday, 25 January 2025

   06:57:56 AM

logo
logo
আরএমপি ডিবি'র পৃথক অভিযানে ২ টি হারানো মোবাইল ফোন উদ্ধার

3 years ago

আরএমপি নিউজঃ রাজশাহী মহানগরীতে ২ টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানরগীর বোয়ালিয়া মডেল থানার মাস্টারপাড়া গ্রামের মোঃ শাহদত আলী ছেলে মোঃ মামুন অর রশিদের গত ২৯ জুলাই ২০২১ দুপুর ১২.০০ টায় সাহেব বাজার এলাকা হতে তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হারিয়ে যায়। এ সংক্রান্তে বোয়ালিয়া মডেল থানায় একটি হারানো জিডি এন্ট্রি হয়। অপর দিকে গত ১৫ সেপ্টেম্বর ২০২১ রাত্রী ১০.০০ টায় ভদ্রা মোড় হতে বাড়ী ফেরার পথে চন্দ্রিমা থানার মহানন্দা আবাসিক এলাকার মোঃ মোকলেছুর রহমানের ছেলের ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন হারিয়ে যায়। এ সংক্রান্তে নগরীর চন্দ্রিমা থানায় একটি হারানো জিডি এন্ট্রি হয়।

উক্ত জিডি দুইটির প্রেক্ষিতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে এসআই মোঃ আশরাফুল ইসলাম ও তার টিম আধুনিক তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে মামুন অর রশিদের হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি গত ১০ অক্টোবর ২০২১ দুপুর ২.২০ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাকনহাট এলাকা হতে উদ্ধার করে।

অপর দিকে মকলেছুর রহমানের হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি গত ৯ অক্টোবর ২০২১ বিকেল ৩.৩০ টায় বাগমারা থানার ভবানীগঞ্জ এলাকা হতে উদ্ধার করেন।

পরবর্তীতে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ   উদ্ধারকৃত মোবাইল ফোন দুইটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।

হারানো মোবাইল ফিরিয়ে পেয়ে মোঃ মামুন অর রশিদ ও মোঃ মকলেছুর রহমান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।