Saturday, 07 September 2024

   11:22:43 AM

logo
logo
আমেরিকান দূতাবাসের তত্বাবধানে আরএমপি'র সিআরটি'র প্রশিক্ষণের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

2 years ago

আরএমপি নিউজঃ US Departertment of State Anti- Terrorism Assistance (ATA), US Ambassy, Dhaka এর তত্বাবধানে আরএমপি'র Crisis Response Team (CRT) সদস্যদের "Crisis Response Team Mentorship Course 2021-2022" এর উদ্বোধন করলেন পুলিশ কমিশনার।

আজ ১৪ অক্টোবর ২০২১ সকাল ১০.০০ টায় ATA, US Ambassy, Dhaka এর তত্বাবধানে আরএমপি পুলিশ লাইনস্ কনফারেন্স রুমে আরএমপি'র Crisis Response Team (CRT) সদস্যদের ৭ সপ্তাহ মেয়াদী "Crisis Response Team Mentorship Course 2021-2022" এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন।

পুলিশ কমিশনার মহোদয় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “ স্বপ্নের সোনার বাংলা ” গড়ার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার লক্ষে এগিয়ে যাচ্ছেন। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের পুলিশ হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয় বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছেন।

পুলিশ কমিশনার মহোদয় আরো বলেন, রাজশাহীর মহানগর এলাকায় সন্ত্রাস দমন, জঙ্গিবাদ দমন, মাদক-চোরাচালান প্রতিরোধসহ বড় ধরনের সহিংসতা মোকাবেলা করার জন্য  ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) গঠন করা হয়েছে। দক্ষতা অর্জনে প্রশিক্ষণের কোন বিকল্প নাই। তাই অত্যন্ত গুরুত্বের সাথে প্রশিক্ষন গ্রহণের জন্য উপস্থিত প্রশিক্ষণার্থীদের নির্দেশনা প্রদান করেন। যাতে  সংকটময় সময়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যায়।

আরএমপি সিআরটিকে এই ধরণের প্রশিক্ষণ প্রদানের আয়োজন করার জন্য আমেরিকান দূতাবাস, ঢাকা সহ ATA এর প্রশিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন পুলিশ কমিশনার মহোদয়।  

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন US Departertment of State Anti- Terrorism Assistance (ATA) এর James O'dell, Fred Kolberg এবং George Vanderhoof ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম,  উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) জনাব মোঃ সাইফউদ্দীন শাহীন সহ আরএমপির উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাগণ  সহ আরএমপি'র সিআরটি সদস্যবৃন্দ।