Saturday, 25 January 2025

   07:20:42 AM

logo
logo
রাজশাহী মহানগরীতে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধার করলো কাশিয়াডাঙ্গা থানা পুলিশ

3 years ago

আরএমপি নিউজঃ রাজশাহী মহানগরীতে চুরি হওয়া অটোরিক্সাসহ একজনকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

আটককৃত আসামী হলো রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া গ্রামের  মোঃ সাহেব আলীর ছেলে মোঃ আল-আমিন (২৫)।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর ২০২১ সন্ধ্যা ৭ টায় অটোরিক্সা চালক মোঃ আবু সাইদ (৫০) কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেবপাড়া এলাকায় অটোরিক্সাটি রেখে তার বাড়িতে যায়। কিছুক্ষণ পর এসে দেখে অটোরিক্সাটি নাই। অনেক খোজাঁখুজি করে অটোরিক্সা না পেয়ে অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করেন।  

মামলা পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ অটোরিক্সাটি খোঁজ শুরু করে। অবশেষে গত ১৯ অক্টোবর ২০২১ বিকেল ৪.৩০ টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামী মোঃ আল-আমিনকে গ্রেফতার করে এবং অটোরিক্সাটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।