Friday, 11 October 2024

   12:10:21 AM

logo
logo
রাজশাহী মহানগরীতে ডিবি'র অভিযানে ২০০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক

2 years ago

আরএমপি নিউজঃ রাজশাহী মহানগরীতে ২০০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত আসামী হলো রাজশাহী জেলার চারঘাট থানার চামটা দক্ষিণপাড়ার মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ রাসেল (২১)।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে কাজ করছে আরএমপি।

এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর ২০২১ সন্ধ্যা ৬.৫৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ রেজাউল হাসান, এসআই মোঃ রবিউল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে বেলপুকুর থানার বেলপুকুর বাই-পাস মোড়ে ছদ্মবেশে অবস্থান করছিলো।

অবস্থানকালে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা ৭.৪৫ টায় উক্ত স্থান হতে গাড়ীর জন্য অপেক্ষা করতে থাকা আসামী মোঃ রাসেলকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।