Sunday, 22 December 2024

   12:33:47 PM

logo
logo
রাজপাড়া থানার ০৮ টি বিটের মধ্যে ০৭টি বিটের উঠান বৈঠক

5 years ago

গত ১৫/১১/২০১৯ তারিখ হতে ২১/১১/২০১৯ তারিখ পযন্ত তৃতীয় সপ্তাহে রাজপাড়া থানার ০৮ টি বিটের মধ্যে ০৭টি বিটের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বিট অফিসারগণ থানার নিজ নিজ বিট এলাকায় উঠান বৈঠক এর মাধ্যমে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণের সঙ্গে মাদকের কুফল,কিশোর অপরাধ,ইভটিজিং বন্ধে করণীয়,বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল এবং সাম্প্রতিক সময়ে লবণের ঘাটতিজনিত গুজব রোধে ৯৯৯ এব ব্যবহার নিয়ে আলোচনা করেন। বিট ইনচার্জগণ নিজেদের,থানার ডিউটি অফিসার এবং অফিসার ইনচার্জ এর মোবাইল নম্বর প্রদান করেন।