Sunday, 15 December 2019

   04:10:28 PM

logo
কাশিয়াডাঙ্গা থানার ০৫ টি বিটের উঠান বৈঠক

2 weeks ago

গত ১৬/১১/২০১৯ তারিখ হতে ২২/১১/২০১৯ তারিখ পযন্ত দ্বিতীয় সপ্তাহে কাশিয়াডাঙ্গা থানার ০৫ টি বিটের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বিট অফিসারগণ থানার নিজ নিজ বিট এলাকায় উঠান বৈঠক এর মাধ্যমে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণের সঙ্গে মাদকের কুফল,কিশোর অপরাধ,ইভটিজিং বন্ধে করণীয়,বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল এবং থানার সেবা প্রাপ্তি সহজতর করার উদ্দেশ্যে থানার ফোন নম্বর সম্বলিত কার্ড ও জনসচেতনতামূলক অন্যান্য কার্ড বিতরণ করা হয়। এছাড়াও যে কোন আপদকালীন মুহুর্তে জাতীয় জরুরী সেবা প্রাপ্তির জন্য ৯৯৯- এ কল করার জন্য উদ্বুদ্ধ করা হয়।