Friday, 22 November 2024

   10:55:25 AM

logo
logo
২৫ ডিসেম্বর বড়দিনে আতশবাজী ও ফটকা ফাটানোতে আরএমপি কমিশনারের নিষেধাজ্ঞা

5 years ago

আসন্ন ২৫ ডিসেম্বর খিষ্টান ধর্মাবলীদের বড়দিন উৎসব পালিত হবে। যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে রাজশাহী নগরীতে বসবাসরত খিস্টান ধম্বাবলীরা উক্ত দিবসটি যথাযথ আচার-অনুষ্ঠানের মাধ্যমে পালন করবে।

 

উৎসবটি যথাযথ মর্যাদায় এবং উৎসবমূখর পরিবেশে উদর্যাপনের লক্ষে রাজশাহী মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে, আরএমপি কমিশনার জনাব হাফিজ আক্তার বিপিএম

স্বাক্ষরিত এক আদেশে রাজশাহী মেট্রোপলিটন  পুলিশ আইন ১৯৯২ এর  ২৬(ঢ), ২৯ (ক) ও ২৯ (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে সকল প্রকার অস্ত্র, আতশবাজী, ফটকা ফুটানোসহ অন্যান ক্ষতিকারক দ্রব ক্রয়-বিক্রয় ও হিংসাত্নকভাবে আঘাতের উদেশ্য অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি এবং বিষ্ফোরক দ্রব বহন করা নিষেধ করা হয়েছে।

 

উৎসবটি উৎসবমূখরভাবে পালনের উদেশ্য সকলকে উক্ত আদেশটি পালন করতে বলা হচ্ছে অনথ্যায় আইন অম্যানকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।