আরএমপি নিউজ : কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৪৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সে ১৯ ডিসেম্বর (মঙ্গলবার) এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) মো. কামরুল আহসান বিপিএম (বার), স্পেশাল ব্রাঞ্চের অ্যাডিশনার আইজি মো. মনিরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার), অ্যান্টি টেররিজম ইউনিটের অ্যাডিশনাল আইজি এস এম রুহুল আমিন, অ্যাডিশনাল আইজি (এলঅ্যান্ডএএ) মো. মাজহারুল ইসলাম, অ্যাডিশনাল আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. আতিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (ফাইন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক বিপিএম, অ্যাডিশনাল আইজি (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) মো. মাহাবুবর রহমান বিপিএম (বার) পিপিএম, ডিআইজি (প্রশাসন) মো. আমিনুল ইসলাম বিপিএম (বার), ডিআইজি (এইচআরএম) কাজী জিয়া উদ্দিন বিপিএম, অ্যাডিশনাল ডিআইজি (বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট) মুনতাসিরুল ইসলাম পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি ও পুলিশ স্টাফ কলেজের পরিচালক সুফিয়ান আহমেদ, ইন্সপেক্টর ও বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি বি এম ফরমান আলী পিপিএম, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মাসুদ খান এফসিএ এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক কাজী মসিহুর রহমান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মসিউল হক চৌধুরী। সূত্র : ডিএমপি নিউজ