Sunday, 22 December 2024

   01:28:44 PM

logo
logo
ব্রাজিলের দায়িত্ব পেয়ে দরিভাল বললেন, ‘এই ডাক উপেক্ষা করা অসম্ভব’

11 months ago

ব্রাজিলের দায়িত্ব পেয়ে দরিভাল বললেন, ‘এই ডাক উপেক্ষা করা অসম্ভব’

দরিভাল জুনিয়র যে ব্রাজিল জাতীয় দলের কোচ হচ্ছেন, সংবাদমাধ্যম তা আগেই মোটামুটি নিশ্চিত করেছিল। বাকি ছিল আনুষ্ঠানিকতা। গতকাল তাঁকে কোচের দায়িত্ব দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

ব্রাজিলের ক্লাব সাও পাওলো ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন দরিভাল। গত রোববারই ক্লাবটি তাঁর ব্রাজিলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে জানিয়েছিল। সিবিএফ বিবৃতিতে জানিয়েছে, আজ দরিভালকে নেইমার–ভিনিসিয়ুসদের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

এই ডাক উপেক্ষা করা অসম্ভব। নিজের দেশ, নিজের দল এবং নিজের সমর্থকদের হয়ে লড়াই করার সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মান এবং স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার। আশা করি, এটি হবে একটি সুন্দর গল্পের শুরু।

দরিভাল জুনিয়র

 

কত দিনের জন্য দরিভালকে কোচ বানানো হয়েছে, তা নিশ্চিত করেনি সিবিএফ। তবে ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো বলছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ পদে নিয়োগ পেয়েছেন দরিভাল। দায়িত্ব নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করা পোস্টে দরিভাল লিখেছেন, ‘এই ডাক উপেক্ষা করা অসম্ভব। নিজের দেশ, নিজের দল এবং নিজের সমর্থকদের হয়ে লড়াই করার সুযোগ পাওয়াটা আমার জন্য সম্মান এবং স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার। আশা করি, এটি হবে একটি সুন্দর গল্পের শুরু।’

ব্রাজিল জাতীয় দলের কোচ পদে ফার্নান্দো দিনিজের জায়গা নিলেন দরিভাল। গত বছর জুলাইয়ে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন দিনিজ। দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশে সিবিএফ সভাপতির পদে ফিরে গত শুক্রবার দিনিজকে ছাঁটাই করেন এদনালদো রদ্রিগেজ। দিনিজের অধীন ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচ হেরেছে ব্রাজিল। এর মধ্যে গত নভেম্বরে আর্জেন্টিনার বিপক্ষে ঘরের মাঠে ১–০ গোলের হারে ব্রাজিলের বাজে পারফরম্যান্সের সমালোচনা হয়েছে সবচেয়ে বেশি।

৬১ বছর বয়সী দরিভাল গত বছর সাও পাওলোকে কোপা ব্রাজিল ট্রফি জিতিয়েছেন। ২০২২ সালে একই শিরোপা জেতান ফ্ল্যামেঙ্গোকে, এর পাশাপাশি জিতিয়েছেন কোপা লিবার্তেদোরেসও। ব্রাজিলের কোচ হিসেবে আগামী মার্চে ডাগআউটে অভিষিক্ত হতে যাচ্ছেন দরিভাল। তখন স্পেন ও ইংল্যান্ডের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বেশ কঠিন সময়ে ‘সেলেসাও’দের দায়িত্ব নিলেন দরিভাল। তাঁদের সেরা খেলোয়াড় নেইমার চোট পেয়ে গত অক্টোবর থেকেই মাঠের বাইরে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকার ছয়ে অবস্থান করছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে সরাসরি ৬টি দল জায়গা পাবে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।

সিবিএফেরও সময়টা ভালো যাচ্ছে না। গত ডিসেম্বরে রিও ডি জেনিরোর এক আদালতের নির্দেশে সিবিএফ সভাপতির পদ থেকে সরে যেতে হয়েছিল এদনালদো রদ্রিগেজকে। গত সপ্তাহে দেশটির সর্বোচ্চ আদালতের নির্দেশে দায়িত্বে ফিরে আসেন রদ্রিগেজ। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের দায়িত্ব দিতে জোর চেষ্টা চালিয়েছিলেন তিনি। কিন্তু আনচেলত্তি রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করায় সেই চেষ্টা আর আলোর মুখ দেখেনি।

সূত্র: প্রথম আলো।